ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেন আরাফাতকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া স্ত্রীসহ আরেক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
আজ বুধবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়িতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের সময় পুলিশ জানতে পারে ঘটনার সঙ্গে নিহতের স্ত্রী ও ছেলেরা জড়িত আছে। এ সময় নিহতের বড় ছেলে আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরাফাত। তিনি জানান, তার বাবার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগীতায় তার বাবাকে কুপিয়ে হত্যা করেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবি সানোয়ার হোসেন বলেন, তারা এই রায়ে খুশি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.