ফরিদপুরে খামার থেকে চুরি হওয়া ১১টি গরু পাবনায় উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার একটি খামার থেকে চুরি হওয়া ছোট বড় ১১টি গরু পাবনা জেলার সাথিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
জানা যায়, শহরের বায়তুল আমান এলাকার শাহিন অ্যাগ্রো ফার্ম থেকে গত ২৮ অক্টোবর রাতে ফার্মের কর্মচারি ইউনুছ মণ্ডল ছোট বড় ১১টি গরু চুরি করে পালিয়ে যায়। পরদিন ফার্মের মালিক সাইফুল ইসলাম কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ পাবনা জেলার সাথিয়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে বুধবার বিকেলে কোতোয়ালি থানায় নিয়ে আসে। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়। ১১ টি গরুর মূল্যে ৩০ লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ।
শাহিন অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ‘দুই বছর ধরে আমার ফার্মে পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা ইউনুছ কাজ করে। রাতেও ফার্মে থাকতো সে। ২৮ অক্টোবর রাতে ফার্মে থাকা ৭টি গাভী ও ৪টি বাছুর নিয়ে পালিয়ে যায়। পরদিন থানায় অভিযোগ দায়ের করি।’
তিনি আরও জানান, পুলিশের সহযোগিতায় পাবনা জেলার সাথিয়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। ইউনুছ ওই বাড়িতে গরুগুলো রেখে পালিয়ে যায়। বাড়ির মালিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিটিসি নিউজকে জানান, উদ্ধারকৃত গরুগুলো আদালতের মাধ্যমে ফার্মের মালিককে বুঝিয়ে দেওয়া হবে। আটকৃত দুইজনকেও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এছাড়া মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.