ফরম পূরণের সাড়ে তিন লক্ষ টাকা আত্মসাৎ, ব্যবস্থা নেয়নি কেউ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাই স্কুল এন্ড কলেজের এস এস সি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্মসাতের ঘটনায় তদন্তে প্রমান মিলেছে। এতে বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারের বরাবরে প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদন দাখিলের তিন মাস পার হয়ে গেলেও কোন ব্যবস্থা নিতে দেখা যায় নি। প্রশাসন বলছে ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তদন্ত চলছে। সব তদন্তের প্রতিবেদন দেখে একসাথে ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, ১৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে ফরম পূরণের অর্থ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শরীরচর্চা) রবিউল ইসলাম প্রধান এবং সহকারী শিক্ষক (তথ্য ও বিজ্ঞান) আশরাফুল আলম (পুতুল) উত্তোলন করেন। উত্তোলনের ৩ লক্ষ ৫২ হাজার ৮০ টাকা তারা প্রধান শিক্ষকের নিকট জমা দেন। পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক জানতে পারেন ফরম পূরণের অর্থ দিনাজপুর শিক্ষাবোর্ড বরাবর জমা হয় নাই। সহকারি প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে প্রধান শিক্ষককে খুজে পাননি।
এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে, কর্তৃপক্ষের পরামর্শে গত ১৭ মে সহকারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বোদা থানায় সাধারণ ডায়রী করেন। সাকোয়া হাই স্কুল এন্ড কলেজের ২০২১ সালের ১৬৩ জন ছাত্র-ছাত্রীর এসএসসি ফরম পুরনের টাকা আত্মসাতের বিষয়টি বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে, তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে তদন্তের নির্দেশনা দেন, তিনি সরেজমিন তদন্ত করে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরনের টাকা প্রধান শিক্ষক আত্মসাত করেন। পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক ধার দেনা করে দিনাজপুর শিক্ষা বোর্ডে গিয়ে ফরম পূরণ করেন।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন বিটিসি নিউজকে জানান, তদন্তে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরনের টাকা আত্মসাতদের প্রমাণ পেয়েছি, প্রতিবেদন ও দিয়েছি।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী বিটিসি নিউজকে জানান, সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সব অভিযোগ তদন্ত করে একসাথে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.