ফতুল্লায় আগুনে পুড়ে ছাই ১০ গুদাম, স’ মিল সহ ২টি ভবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। আগুনে দশটি ঝুটের গুদাম ও একটি স’ মিলসহ দুটি ভবনের তৃতীয় তলা পর্যন্ত পুঁড়ে গেছে।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর পাঁচটায় একটি ঝুটের গুদামে আগুন লাগলে মুহূর্তের মধ্যে আরও নয়টি ঝুটের গুদাম ও একটি স’ মিলে আগুন ধরে যায়। এক পর্যায়ে গুদামগুলোর পেছনে অবস্থিত একটি ছয় তলা ও একটি চার তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ভবন দুটির তৃতীয় ও চতুর্থ তলা পর্যন্ত আগুন লেগে যায়। একই সাথে আরও ৫-৬টি টিনের ঘরও আগুনে পুড়ে যায়।
এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা পাঁচ থেকে ছয় তলা পর্যন্ত উপরে উঠে যায়। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লে আতংকে মানুষ ছোটাছুটি করতে থাকেন।
এসময় ভবন বাসিন্দারাসহ আশপাশের ঘরের লোকজন বের হয়ে নিরাপদে সরে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে ঝুটের গুদাম, টিনের ঘর ও দুটি ভবনের তৃতীয় তলা পর্যন্ত সব আসবাবপত্র পুঁড়ে যায়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.