মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলায় নির্বাচন কমিশন বিব্রত: সিইসি

ঢাকা প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনাটি বিব্রতকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।  এটা কারো কাম্য হতে পারে না বলেও জানিয়েছেন তিনি।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ব্রিফিংয়ের উদ্বোধনকালে আজ বুধবার এ কথা বলেন সিইসি।

এর আগে গতকাল ১১ ডিসেম্বর মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পাঁচটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

ওই সময় বিএনপির নেতারা জানান, সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাওঁয়ের সদর উপজেলার তানারহাট বাজার এলাকায় পৌঁছালে তার গাড়ি বহরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় চালায় দুর্বৃত্তরা। এসময় ৫টি গাড়ি ভাংচুর করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.