ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়: মোরেলগঞ্জে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সাকিব হোসেনের কাছ থেকে টেস্ট পরীক্ষায় ইংরেজি বিষয়ে পাশ করানোর কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সহকারি শিক্ষক পশুপতি বর্মন (শিমুল)’র বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থী। অভিযোগের বিষয়টি নিয়ে জরুরী বৈঠকে বসেছেন শিক্ষক পরিষদ।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের আসলাম ফকিরের ছেলে ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাকিব হোসেনের নিকট থেকে টেস্ট পরীক্ষায় ইংরেজী দুই বিষয়ে উর্ত্তীণ করানোর কথা বলে ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক পশুপতি বর্মন ২ হাজার টাকা গ্রহন করেন। এছাড়াও অভিযোগে আরও উল্লেখ্য করা হয়েছে একই ক্লাশের ৭/৮ জন ছাত্রের কাছ থেকে ওই শিক্ষক টাকা গ্রহন করেন।
পরবর্তীতে টেষ্ট পরীক্ষায় সাকিব হোসেন অকৃতিকার্য হলে প্রধান শিক্ষক বরাবরে সহকারি শিক্ষকের নেওয়া উক্ত টাকা ফেরৎ চেয়ে অভিযোগ দায়ের করেন। ছাত্রের মাতা নাছিমা বেগম বলেন, ইংরেজী স্যারে প্রাইভেট এবং পরীক্ষার খরচ বাবদ ছেলে সাকিবের কাছে ২৫শ’ টাকা চায়। পরবর্তীতে তাকে ২ হাজার টাকা দেওয়া হয়েছে।
সহকারি শিক্ষক পশুপতি বর্মন শিমুল তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, বিদ্যালয়ের দলাদলীর ষড়যন্ত্রের শিকার তিনি। প্রাইভেট নয় অতিরিক্ত ক্লাশের এ্যাডভান্স বাবদ টাকা চাওয়া হয়েছে।
এ বিষয়ে ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খান বলেন, সহকারি শিক্ষক পশুপতি বর্মনের বিরুদ্ধে এক ছাত্রের লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠকে বসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ সর্ম্পকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিহাদ হাসান বলেন, ছাত্রদের কাছ থেকে কোচিং করানো বাবদ অগ্রীম কোন টাকা গ্রহন করতে পারবেনা কোন শিক্ষকই। তবে, ওই প্রতিষ্ঠানের খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঘটনার সত্ত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.