পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই – মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা ব্যুরো: খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিত করে তুলেছে। তিনি বলেন, মেয়েরাও সকল খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ক্রীড়ার মাধ্যমে নিজকে প্রতিষ্ঠিত করা সম্ভব। একজন মেধাবী শিক্ষার্থী দেশের সম্পদ। সরকার চাচ্ছে সকল ছাত্রছাত্রীকে মানবসম্পদে পরিণত করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ সকল ক্ষেত্রে গতিশীলতা এসেছে।

৪৯তম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

গতকাল রবিবার (১২ জানুয়ারী) বিকেলে খুলনা জিলা স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রাণী পাঠক। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

পরে মেয়র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.