প্রয়োজনে যে কোনো সময় ফোন করবেন : কাশ্মীরিদের বললেন অমিত শাহ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কজম্মু ও কাশ্মীর সফরের দ্বিতীয় দিনে রোববার জম্মুতেই ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মুতে জনসভায় বক্তৃতা দিয়ে ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পর স্থানীয়দের সঙ্গে আলাপ করেন অমিত শাহ।
এ সময় তিনি জম্মু-পাকিস্তান সীমান্ত লাগোয়া মাকওয়ালে এক ব্যক্তিকে নিজের ফোন নম্বর দেন। তার ওই ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ফোনে সেই ব্যক্তির ফোন নম্বর টাইপ করছেন।  পরে সেই ব্যক্তিকে নিজের নম্বর দেন অমিত শাহ।
পাশাপাশি সেই ব্যক্তিকে অমিত শাহ বলেছেন, প্রয়োজনে যে কোনো সময় ফোন করতে পারেন আমাকে।
এ সময় অমিত শাহের সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
এর আগে শাহ গতকাল রবিবার (২৪ অক্টোবর) জম্মুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন অমিত শাহ। গত শনিবার (২৩ অক্টোবর) তিন দিনের সফরে কাশ্মীর পৌঁছান অমিত শাহ।
রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার পর এটিই অমিত শাহের প্রথম কাশ্মীর সফর। (সূত্র: ইন্ডিয়া টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.