প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় : ৭ দিনের রাষ্ট্রীয় শোক

কলকাতা প্রতিনিধি: চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ ট্যুইট করে নিজেই এ খবর জানিয়েছেন প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ রাজনৈতিক জগতে দলমত নির্বিশেষে ও সমাজের সর্বস্তরের মানুষের কাছ তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে দীর্ঘ ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের উন্নয়নে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সুপণ্ডিত ও রাজনৈতিক জগতের স্তম্ভস্বরূপ। ভারত আজ শোকস্তব্ধ তাঁর প্রয়াণে ৷
প্রধানমন্ত্রী ট্যুইটে লিখলেন, ‘ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ ৷ দেশের উন্নয়নে উনি বিরাট ছাপ রেখেছেন ৷ একজন দুর্দান্ত পণ্ডিত ব্যক্তি, বিশাল মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের সমস্ত স্তরে সমান ভাবে শ্রদ্ধেয়৷’ তিনি আরও বলেন ‘২০১৪ সালে দিল্লিতে আমি নতুন ছিলাম ৷ প্রথম দিন থেকে আমি প্রণব মুখোপাধ্যায়ের আশীর্বাদ ও মূল্যবান পরামর্শ পেয়েছি৷ সমর্থন পেয়েছি৷’
Twit of Prime minister Norenda Modi
ট্যুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Twit Of Mamata Bondhyapadhya
স্মৃতি চারণায় মুখ্যমন্ত্রী আজ ট্যুইটে বলেন
গত ১০ অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন প্রণববাবু৷ মস্তিষ্কে জমাট রক্ত বের করতে একটি অপারেশন করা হয় তাঁর ৷ অপারেশনের আগে প্রণববাবুর করোনা পজিটিভ ধরা পড়ে ৷ অপারেশনের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি ৷ দিল্লির সেনা হাসপাতালে আজ অর্থাত্‍ সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷ তাঁর  প্রয়াণে সংবাদ তাঁর শ্রী অভিজিৎ মুখোপাধ্য়ায়ই প্রথম ট্যুইট করে জানান ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.