প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার, শোকের ছায়া ফ্লিম ইন্ড্রাষ্ট্রিতে

নদীয়া (কলকাতা) প্রতিনিধি: সেঞ্চুরির একদম দোরগোঁড়ায় এসে থেমে গেল ভারত বর্ষের সর্বকালের সেরা কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হন অভিনেতা।
জানা যায় বিগত বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা।
১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার হাত ধরে বলিউডে যাত্রা শুরু করে  দিলীপ কুমার। পাঁচ দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে ৬৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে অন্যতম ‘আন্দাজ’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘দেবদাস’
১৯৭৬ সালে সেলুলয়েড থেকে পাঁচ বছরের বিরতি নেন দিলীপ কুমার।
১৯৮১ সালে ‘ক্রান্তি’ সিনেমার হাত ধরে কামব্যাক করেন তিনি। ১৯২২ সালের ১১ ডিসেম্বর ব্রিটিশ ইন্ডিয়ার পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার।
তখন তাঁর নাম ছিল মহম্মদ ইউসুফ খান। তাঁর বাবা পেশায় ফল ব্যবসায়ী ছিলেন। পরে পেশোয়ার থেকে পুণেতে চলে আসেন দিলীপ কুমার। চল্লিশের দশকে বলিউডে পা রাখেন এই কিংবদন্তী অভিনেতা।
১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি ৷ একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলেন। এমনকি দু-একদিনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ রক্ষা হল না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (কলকাতা) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.