প্রয়াণ দিবসে এন্ড্রু কিশোরকে স্মরণ করে কাঁদলেন বিশিষ্টজনরা


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে প্লেব্যাক সম্রাট সংগীতশিল্পী এন্ড্রু কিশোরকে স্মরণ করে কেঁদেছেন বিশিষ্টজনরা। আজ বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে তাঁর দ্বিতীয় প্রয়াণ দিবসে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তারা।
উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব যৌথভাবে এ স্মরণ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আহবায়ক কবি অনিক ইসলাম প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, দেশের সংগীতে এন্ড্রু কিশোর একটি নাম, একটি ইতিহাস। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এন্ড্রু কিশোর নামটি জ্বলজ্বল করবে। গান মানুষকে বাঁচতে শেখায়, গানে গানে আজও অমর এন্ড্রু কিশোর। যাঁর গানের মধ্যে ছিল আবেদন। সেই আবেদন দিয়েই ছুঁয়েছেন কোটি মানুষের হৃদয়।
তারা বলেন, গানের জন্য প্রচুর সাধনা করেছিলেন কণ্ঠরাজ এন্ড্রু কিশোর। নানা প্রতিবন্ধকতা থাকা সত্তে¡ও ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে গান শিখেছেন সাইকেল চালিয়ে গিয়ে। বর্তমানে যুব সমাজকে সংগীত-খেলাধুলাসহ কালচারাল কার্যক্রমে সম্পৃক্ত করতে সরকারের প্রতি আহবানও জানান বক্তারা।
বার্তা প্রেরক-আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, সদস্য, রাজশাহী প্রেসক্লাব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.