প্রোগ্রেস প্রকল্পের যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি: কর্মসংস্থান সৃষ্টি এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা নিরসনে যাত্রা শুরু হলো  ‘প্রোমোটিং জেন্ডার রেসপন্সসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস’ বা প্রোগেস প্রকল্পের।
রবিবার (১৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও রাজধানীর একটি হোটেলে নতুন এই প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে জানানো হয়, আইএলও’র কারিগরি সহায়তায় প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদফতর বাস্তবায়ন করবে। কানাডা সরকার এই প্রকল্পের অর্থায়নকারী অংশীদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার মিস লিলি নিকোলস।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেনের সভাপতিত্বে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিআইনেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রকল্পের জন্য মোট বাজেট রয়েছে ২০ মিলিয়ন কানাডীয় ডলার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.