প্রেসিডেন্ট হলে প্রথম দিনই ট্রাম্প’র সিদ্ধান্ত বাতিল করবেন বাইডেন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আসছে নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এতে জয়ী হলে কাজে যোগ দেওয়ার প্রথম দিনই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সিদ্ধান্ত বাতিল করে দেবেন বলে জানিয়েছেন দেশটির ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন।

ট্রাম্পের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত একটি। সবার আগে এ সিদ্ধান্তই বাতিল করবেন বাইডেন।

গতকাল বৃহস্পতিবার (০৯ জুলাই) এক টুইট বার্তায় নিজের এ সিদ্ধান্তের কথা জানান জো বাইডেন।

তিনি টুইটারে লিখেন- ‘বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নিয়োজিত থাকলে আমেরিকার নাগরিকরা নিরাপদ থাকবেন। প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম দিনেই আমি আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেব এবং বিশ্বমঞ্চে আমাদের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করব।’

চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এই মহামারি প্রতিরোধে হিমশিম খাচ্ছে আক্রান্ত দেশগুলো। এই অবস্থায় ডব্লিউএইচও ‘চীনের পুতুলে পরিণত হয়েছে’ বলে অভিযোগ তোলেন ট্রাম্প। গত মে মাসে তিনি সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর সময় লাগতে পারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.