প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন মুহাররেম ইনসি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে আগামী রোববার (১৪ মে) জাতীয় নির্বাচন। নির্বাচনের মাত্র চারদিন আগে প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন অন্যতম প্রার্থী হোমল্যান্ড পার্টির নেতা মোহাররেম ইনসি। বৃহস্পতিবার (১১ মে) লড়াই থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়েছেন তিনি।
এবারের নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ক্ষমতাসীন একে পার্টির নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান। নির্বাচনে তার বিরুদ্ধে লড়াইয়ে নামেন চারজন। যার একজন ছিলেন মোহাররেম ইনসি।
ইনসি সরে দাঁড়ানোয় এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী এখন মাত্র দুইজন। প্রধান প্রতিদন্বন্দী কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান। সবশেষ জনমত জরিপ মতে, এরদোয়ানের চেয়ে অন্তত পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছেন কিলিচদারোগলু।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে ইনসি জানিয়েছেন, তার বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারণা চালানো হচ্ছিল। যা তার সম্মান ও মর্যাদাকে খাটো করছে। তিনি বলেন, তুরস্ক আমার সম্মানের রক্ষা করতে পারবে না। নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে প্রেসিডেন্টের সম্মানটা খুব গুরুত্বপূর্ণ।’
প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেও নির্বাচনে অংশ নিচ্ছে তার দল হোমল্যান্ড পার্টি। তুর্কি নাগরিকদের প্রতি তার দলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ইনসি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘তুরস্কের ভবিষ্যতের জন্য হোমল্যান্ড পার্টি খুবই গুরুত্বপূর্ণ। দলকে অবশ্যই সংসদে রাখতে হবে। আমি সবার কাছে আমার দলের জন্য ভোট চাচ্ছি।’ 
এবারের নির্বাচন এরদোয়ানের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে হাজির হয়েছে। কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, বিরোধীদলীয় প্রার্থী কেমাল কিলিচদারোগলুর চেয়ে এরদোয়ান পিছিয়ে আছেন। বিশ্লেষকেরা বলছেন, এরদোয়ান যদি এবার ক্ষমতা থেকে ছিটকে পড়েন, তবে তা হবে তার অর্থনৈতিক নীতিমালাজনিত কয়েকটি ভুল পদক্ষেপের কারণে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.