প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতাসহ আটক-৪

যশোর প্রতিনিধি: যশোরে প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা রফিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন: শহরের পুরাতন কসবার যুবলীগ নেতা রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক, সিটি কলেজ পাড়ার মিরাজ হোসেন আকাশ, আরবপুরের তাহসিন বিল্লাল ও ঘোপ বেলতলার আরাফাত আহমেদ।
গতকাল রবিবার (১০ জুলাই) এ ঘটনায় ওই স্কুলছাত্রী যশোর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
রবিবার রাতে জেলা পুলিশের মুখপাত্র রুপন কুমার সরকার জানান, ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর সঙ্গে বউ বাজার এলাকার আবদুর রশিদের ছেলে আকাশ (২০) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত শনিবার সন্ধ্যায় শহরের মেলায় ঘুরতে গেলে সেখান থেকে আকাশের দুই বন্ধু তাওসিন বিল্লাল ও আরাফাতকে সঙ্গে নিয়ে রাতে যশোর বিমান অফিস মোড়ের যুবলীগ নেতা রফিকুল ইসলামের দ্বিতল ভবনের অফিস কক্ষে মাদকের আড্ডাখানায় নিয়ে গেলে রফিকুল ইসলামের দেহরক্ষী পুরাতন কসবা কাজীপাড়ার বছির আহম্মেদের ছেলে শহীদ (৪৩) মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করে।
এরপর রাফাত ও অন্যরা ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করে। পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে আকাশ, আরাফাত, বিল্লাল মেয়েটিকে নিয়ে ফেরত দিতে গেলে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে কোতোয়ালি থানার টহলরত পুলিশের জেরার মুখে মেয়েটা পুলিশকে সব কথা খুলে বলে এবং ছেলেগুলো দৌঁড়ে পালানোর চেষ্টা করলে টহল পুলিশ তাদের আটক করে।
এই ঘটনায় ভুক্তভোগী ওই মেয়ে বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.