প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত: সবুজ একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী অনুষ্টানে বিজয়ী ও বিজিতদের দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে সবুজ একাদশ ও লাল একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচে সবুজ একাদশ ৮ উইকেটে লাল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভৃইয়া চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। এর আগে তিনি বলেন খেলাধুলা করলে মন ও স্বাস্থ দুটোই ভালো থাকে আর এই খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলাা সম্ভব।
এছাড়াও সংগঠক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদ্, রইস উদ্দিন বাবু, কে এম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম ,মোঃ নুরুল হক ও মাহমুদ জামাল এর বিভিন্ন দাবীর মুখে তিনি জানান যেখানে সমস্যা আছে সেখানে সমাধানো আছে কাজেই তা খতিয়ে দেখে পর্যায়ক্রমে তার সমাধান করা হবে এছাড়াও খেলাধুলার উন্নয়নে সাবির্ক সহযোগিতা ও স্টেডিয়াম গুলোর প্রয়োজনীয় সংস্কার করার উদ্যোগ গ্রহন করা হবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি খোন্দকার আজিম আহমেদ এনডিসি, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া, জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তা , উপদেষ্টার সফরসঙ্গী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.