প্রার্থীর নাম নয় নির্বাচনী কৌশল ঠিক করল বিজেপি ভবানীপুরে

বিশেষ (ভারত) প্রতিনিধি: ভবানীপুরে প্রার্থীর নাম ঠিক করতে না পারলেও ভবানীপুরের জন্য নির্বাচনী কৌশল ঠিক করে ফেলেছে বিজেপি৷ ভবানীপুরের উপ-নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে দায়িত্ব দিচ্ছে দল৷ তাঁর সহযোগী হিসেবে থাকছেন আরও দুই সাংসদ সৌমিত্র খাঁ এবং জ্যোতির্ময় সিং মাহাতো৷
বিজেপি সূত্রে খবর, মূলত দু’টি কারণে অর্জুন সিং-কে ভবানীপুরে ভোট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে৷ বিজেপি-র অভিযোগ, গত বিধানসভা নির্বাচনেও ভবানীপুরে তৃণমূল ব্যাপক সন্ত্রাস চালিয়েছে৷
এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি ভোটে জেতানোর লক্ষ্যে তৃণমূল আরও মরিয়া হবে বলেই মনে করছে বিজেপি৷ তাই তৃণমূলের সঙ্গে যুঝতে অর্জুন সিং-এর মতো ডাকাবুকো নেতাকেই বেছে নেওয়া হয়েছে৷ এর পাশাপাশি ভবানীপুরে বিপুল সংখ্যক অবাঙালি ভোট রয়েছে৷ তাঁদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতেও অর্জুনে আস্থা রাখল দল৷ পাশাপাশি ভবানীপুর বিধানসভার অন্তর্গত আটটি ওয়ার্ডের জন্য আট বিধায়ককেও আলাদা দায়িত্ব দিচ্ছে বিজেপি৷
যদিও ভবানীপুরে বিজেপি-র পর্যবেক্ষক নিয়োগকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘প্রার্থী পাওয়া যাচ্ছে না, পর্যবেক্ষক পাওয়া গেছে৷ এতো গরুর গাড়ির হেডলাইট৷ বিজেপি এমন একটা দল, তৎকাল বিজেপি-কে পর্যবেক্ষক করতে হচ্ছে৷ লোক হাসাতে এসব করছে৷ ভোটের ফল বেরোলেই তা স্পষ্ট হয়ে যাবে৷’
এ দিনই অর্জুন সিং-এর ব্যারাকপুরের বাড়ির বাইরে বোমা পড়েছে৷ অর্জুন সিং-এর অভিযোগ, তাঁকে ভবানীপুরের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বলেই বাড়িতে বোমা মেরেছে তৃণমূল৷
ব্যারাকপুরের সাংসদ বলেন, ‘আমাকে ভবানীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রতিফলন বাড়িতে বোমা পড়েছে৷ ভেবেছে আমাকে ভয় পাইয়ে দেবে৷ ভয় পেয়ে আমি রাজনীতি করি না, লড়াই হবে৷ মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকব৷ ‘
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.