নাটোর প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে মোট প্রায় ৭৪ লাখ টাকার বাজেট পেশ করা হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ।
উপজেলা বিআরডিবি’র সভাপতি মো. আব্দুর রশিদ প্রধানের সভাপতিত্বে সভায় ৩৩ লাখ ৬৬ হাজার ৪০০ টাকার বাজেট পেশ করা হয়। যার ব্যয় ধার্য্য ২২ লাখ ৩৩ হাজার ২০০ টাকা এবং উদ্বৃত্ত ১১ লাখ ৩৩ হাজার ২০০ টাকা ধরা হয়েছে।
অপরদিকে মহিলা সবমায় সমিতির উন্নয়ন অনু বিভাগের ৪০ লাখ ৩২ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৪২ হাজার টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ১১ লাখ ৯০ হাজার টাকা।
সভায় বিশেষ অতিথির মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার নির্মল কুমার, সাংবাদিক আলী আক্কাছ, মুক্তিযোদ্ধা মো. রওশন আলী ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূর আলম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #















