প্রায় সমগ্র উত্তর ভারত হিমাচল থেকে উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় শোচনীয়

কলকাতা (ভারত) প্রতিনিধি: গত একমাস ধরে ক্ষেপে ক্ষেপে প্রবল বর্ষণে বিপদ সীমার ঊর্ধে গঙ্গা যমুনা সরোযু থেকে শুরু করে  প্রায় সব নদী। এত শোচনীয় অবস্থা না ত্রাণ থেকে শুরু করে ব্যাহত উদ্ধার কার্য।
এখনও পর্যন্ত যা খবর আবহাওয়া দফতর ভারী বৃষ্টির সতর্কতা নতুন করে জারি করেছে। ৮৫জনের মৃত্যুর খবর সরকারিভাবে জানান হয়েছে।
শুধুমাত্র হিমাচলেই বৃষ্টি সংক্রান্ত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪।
গত রবিবার থেকে নতুন করে ভারী বৃষ্টিতে সীমলার সামার হীল,ফাগলি এবং কৃষ্ণনগর এলাকার বহু বাড়ী ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সেখানকার ডেপুটি কমিশনার জানাচ্ছেন ভারী বৃষ্টিতে উদ্ধার কার্য ব্যহত হচ্ছে।
স্থল ও বায়ুসেনার দল একযোগে উদ্ধার কাজ চালাচ্ছ। নিখোঁজের সংখ্যা বহু বলে জানাচ্ছেন স্থানীয় প্রশাসন। এত বড় প্রাকৃতিক বিপর্যয় কাণ্ডের শিকার রাজ্যবাসী ঠিক মনে করতে পারছে না কবে হয়েছে।
উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে লক্ষ্মণ ঝোলা সহ সেতু বিপর্যয়ে বহু মানুষের সাথে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্ত টুরিস্ট স্পট সহ ধর্মশালার অবস্থা শোচনীয়।
মৃত্যুর আতঙ্ক গ্রাস করছে সিমলা সহ উত্তরাখণ্ডের মানুষজনদের। যাঁরা বেঁচে আছেন অত্যন্ত ভয়ে ভয়ে রাত কাটাচ্ছেন।
ধস ও হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন পশ্চিমবঙ্গের একটি দল। যতদূর জানা যাচ্ছ তাঁরা কল্যানীর বাসিন্দা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.