নিজস্ব প্রতিবেদক:রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমী ৮ উইকেটে চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিমোহন গভঃ হাই স্কুলকে হারিয়ে ফাইনালে উঠে।
শুক্রবার (১৪ মার্চ) সেমিফাইনাল খেলায় টসে জিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিমোহন গভঃ হাই স্কুল ব্যাট করতে নেমে ১২.২ ওভারে মাত্র ২৫ রানে সকলে আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্ছ আতিক হাসান ৯ রান করে।
বিপক্ষ দলের পক্ষেরিফাত ১৬ রানে ৪টি ও তন্ময় ৮ রানে ৬টি উইকেট নেন। জবাবে পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমী ব্যাট করতে নেমে ৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২৬ রান।
দলের পক্ষে সর্বোচ্চ তামিম শেখ অপরাজিত ১০ রান করে। বিপক্ষে তামিম আহমেদ ১১ রানে ২টি উইকেট নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.