চট্টগ্রাম ব্যুরো:শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রাইভেট এডুকেশন সোসাইটি “সেরা সংগঠন সম্মাননা স্মারক-২০২৫” অর্জন করেছে। গতকাল চট্টগ্রামে আয়োজিত অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে “সমন্বয় ও স্বীকৃতি সভা-২০২৫” এ এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজন, শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রাইভেট এডুকেশন সোসাইটির শিক্ষা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানবিক সংগঠনের কার্যক্রম সমাজের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি এগিয়ে আসে তবে আমরা সবাই মিলে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
এসময় তিনি মানবকল্যাণ ও শিক্ষা বিস্তারে সকলকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি মনে করেন, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডকে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার মাধ্যমেই একটি জাতিকে আলোকিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব।
অনুষ্ঠানে আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজসেবায় অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।
আয়োজক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে যারা নিঃস্বার্থভাবে মানবকল্যাণে কাজ করছেন, তাঁদের প্রতি এই স্বীকৃতি মূলত কৃতজ্ঞতার প্রকাশ।
অনুষ্ঠান শেষে প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.