প্রস্তুত রাশিয়া-ইউক্রেন আলোচনার স্থান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ইউক্রেনের পথে পথে চলছে তুমুল লড়াই, অন্যদিকে আলোচনার প্রস্তুতি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান পুরোপুরি প্রস্তুত বলে যুদ্ধের পঞ্চম দিনে জানিয়েছে বেলারুশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে।
“বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত, এখন প্রতিনিধিদের পৌঁছানোর অপেক্ষা” এমন বার্তার সঙ্গে আলোচনার টেবিলের ছবিও দেওয়া হয়েংছে, যেখানে রাশিয়া ও ইউক্রেনের পতাকাও দেখা গেছে।    
বেলারুশ সীমান্তের কোনো একটি স্থানে দুই দেশের প্রতিনিধিরা সোমবার আলোচনায় বসবেন।
এর আগে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাশিয়ার সঙ্গে অভিযানে যোগ দেওয়ার ঘোষণা দিলেও আলোচনায় বসার জন্য প্রতিনিধি পাঠাতে সম্মত হয় ইউক্রেন।
বেলারুল পররাষ্ট্র মন্ত্রণারয়ের মুখপাত্র আনাতোলি গ্লেজ বলেন, “প্রতিনিধিরা পৌঁছানোর পরপরই আলোচনা শুরু হবে।”
যদিও আলোচনা শুরুর আগেই তার ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
“সব সময়ের মতো আমি এবারও বিশ্বাস করি না এই বৈঠক থেকে কোনো ফলাফল আসবে, কিন্তু অন্তত চেষ্টা তো চলুক,” বলেন ইউক্রেনীয় নেতা। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.