প্রশ্ন ফাঁস চক্রের ৪ সদস্য আটক: জয়পুরহাট

জয়পুরহাট প্রতিনিধি:  গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।  জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রশ্নপত্র ফাঁস চক্রের আটক চার সদস্য হলেন- জেলা শহরের খনজনপুর এলাকার বিলাশ দাসের ছেলে ধ্রুব দাস (১৭), সাইফুল ইসলামের ছেলে মো. আরমান অভি (১৭), রতন খন্দকারের ছেলে অর্ণব খন্দকার (১৬), বিকাশ দাসের ছেলে দ্বীপ দাস (১৬)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অপারেশন দল কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শহরের বৈরাগীর মোড় এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে ভুয়া একাউন্ট খুলে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.