প্রশ্নফাঁস: মূলহোতা এক প্রভাবশালী সহ গ্রেফতার ১০

বিটিসি নিউজ ডেস্ক : প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে মূলহোতা এক প্রভাবশালী সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা, মেডিকেল কলেজ এবং পাবলিক ভার্সিটির এডমিশন টেস্টসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতেন। রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের এক অফিসারকেও গ্রেফতারে অভিযান চলছিলো। পুলিশের এডিসি গোলাম সাকলাইন সিথিল এ খবর নিশ্চিত করেছেন।
অভিযানের বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে তিনি জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.