প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে বাধ্য, দুই নারীসহ আটক-৪

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: প্রলোভন দেখিয়ে নারীদের অনৈতিক কাজে বাধ্য করা চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আর সাব কন্ট্রাক দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া ভুয়া প্রতিষ্ঠানের ৩ জনকে আটক করা হয়েছে।
দরিদ্র নারীদের টার্গেট করে নামী দামী মডেল, অভিনেত্রী ও সেলিব্রেটিদের নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিল একটি চক্র। বাধ্য করা হতো অনৈতিক কাজে। এরপর শুরু হতো ব্ল্যাকমেইলিং।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ এ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিল এরা।
অন্যদিকে, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে ৮ হাজার কোটি টাকা কাজ পেয়েছে- এমন মিথ্যা তথ্য দিয়ে অসংখ্য ঠিকাদারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক করা হয়েছে তিন জনকে।
এসব চক্রের অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও সিআইডির পক্ষ থেকে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.