খুলনা ব্যুরো:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার দেশের জন্য অস্ত্রের চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি সতর্ক করে বলেন, “প্রযুক্তি-নির্ভর যে কোনো হস্তক্ষেপ প্রতিরোধ করা এখন নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ।”
শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “এই নির্বাচনে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং ভোটকেন্দ্রে নিয়ে আসা আমাদের প্রধান দায়িত্ব। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “এআই ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো, ভোটারদের মত পরিবর্তনের চেষ্টা কিংবা প্রচারণার অপব্যবহার ঠেকাতে কড়া নজরদারি থাকবে। কোনো পক্ষ নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তিকে অপব্যবহার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচনের আগে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে সিইসি বলেন, “রাতের আঁধারে কোনো কার্যক্রম নয়, দিনের আলোতেই সব কিছু করা হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং জনগণের আস্থা তৈরি হবে।”
তিনি আরও সতর্ক করেন, “আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তা করতে না পারলে দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে।”
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সভায় ইভিএম প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল ও প্রযুক্তি-নির্ভর হস্তক্ষেপ ঠেকাতে করণীয় বিষয়ে আলোচনা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.