খুলনা ব্যুরো:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও বৈষম্য থেকে মুক্ত একটি দেশ গড়তে ইসলামী শাসনের বিকল্প নেই।”
তিনি বলেন, “এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। নতুন বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক লোকের প্রয়োজন, যার যোগান দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।”
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা বাজারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিগত সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে, জাতিকে বিভক্ত করেছে। জাতীয় ঐক্য ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। সেই ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো চেষ্টা বরদাশত করা হবে না।” এ সময় তিনি প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচনের দাবি জানান।
ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তাক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডুমুরিয়া-ফুলতলা কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুম আল ফয়সালসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বহু নেতৃবৃন্দ।
বিকেলে অধ্যাপক পরওয়ার রুদাঘরা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে দরিদ্র বিমোচনে ছাগল বিতরণ ও কার্যে হাসানা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে তিনি সড়ক দুর্ঘটনায় আহত ধামালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীরের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন ও পরিবারের সঙ্গে দোয়া করেন।
রাতের সময় তিনি আটরা-গিলাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের আয়োজিত ঈদ পুনর্মিলনীতে অংশ নেন। সেখানে তিনি বলেন, “ইসলামের কল্যাণকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে জামায়াতকে জয়যুক্ত করতে হবে। আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.