BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত

প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাথুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত বিশ্বেশ্বর বড়ুয়ার সহধর্মিণী, ধার্মিক উপাসিকা প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি ও পরিবার বর্গের সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনায় অষ্টপরিষ্কারসহ মহতি সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান ৭ নভেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাথুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত বিশ্বেশ্বর বড়ুয়া’র বাড়িতে।

এ মহতি অনুষ্ঠানের শুভ ঊদ্বোধন করেন, বাখুয়া জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত পি লোকানন্দ মহাস্থবির।
এতে সভাপত্বিত করেন মুৎসুদ্দিপাড়া বিহারে অধ্যক্ষ শাসনমিত্র মহাস্থবির।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন, ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির।

বিশেষ অতিথি ছিলেন, বাথুয়া হিত সাধনী বিহারের অধ্যক্ষ শীলভভ্র মহাস্থবির।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শীলপ্রিয় মহাস্থবির, প্রজ্ঞাসার মহাস্থবির, বোধিরতন মহাস্থবির, শাসনপ্রিয় মহাস্থবির, জ্ঞানরক্ষিত মহাস্থবির,সদ্ধর্মদেশনা করেন তালসরা আনন্দরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন, লোকপ্রিয় মহাস্থবির, শান্তরক্ষিত মহাস্থবির, সুমনরক্ষিত মহাস্থবির, অক্ষয়ানন্দ স্থবির, ড. দীপংস্কর স্থবির, বিনয়রক্ষিত মহাস্থবির, জ্ঞানজিৎ মহাস্থবির, দেবজ্যোতি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, প্রজ্ঞামিত্র ভিক্ষুসহ আরো মহান পূজনীয় অর্ধশতাধিক ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, বাথুয়া জ্ঞানদোয় বিহারের উপাধ্যক্ষ মেন্তানন্দ ভিক্ষু।

সংঘদান অনুষ্ঠান শেষে, মহান পূজনীয় ভিক্ষুসংঘ, অতিথি ও জ্ঞাতী স্বজন মধ্যান্ন ভোজন গ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শ্যামল কান্তি বড়ুয়া। মহতি অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় ইমন বড়ুয়া বুদ্ধ কীর্তন পরিবেশন করেন।

আয়োজনে ছিলেন, অস্টিসা প্রবাসী পুত্র অসিত বড়ুয়া এবং কানাডা প্রবাসী অসীম বড়ুয়া।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বাগমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এবার নিউইয়র্ক নিয়ন্ত্রণে লড়বেন ট্রাম্পের ঘনিষ্ঠ এলিস স্টেফানিক নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইতালিতে যাওয়ার আগে ভাষা শেখা কেন জরুরি? রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে অব্যাহতি দিল যুক্তরাষ্ট্র মেক্সিকোর প্রেসিডেন্টকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলো পেরু টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত মানব সভ্যতাকে আলোকিত করতে শ্রীমদভগবদগীতা শিক্ষা অনস্বীকার্য