প্রবল বৃষ্টিপাতে বন্যায় স্থবির ইন্দোনেশিয়ার রাজধানী

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানীতে প্রবল বৃষ্টিপাতে রাজধানী জাকার্তার আশপাশের কয়েকটি এলাকা আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) প্লাবিত হয়েছে । এই ভয়াবহ দুর্যোগে হতাহতের সংখ্যা জানা যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি রাস্তাসহ আশপাশে কমপক্ষে ৮১ টি এলাকা পানিতে ডুবে গেছে।
পার্শ্ববর্তী এলাকাগুলো জলাবদ্ধ হয়ে পড়ায় নগরী স্থবির হয়ে পড়েছে। কয়েকটি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এছাড়া শহরটিতে আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেও স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইতিমধ্যে কয়েকটি ট্রেন লাইন বন্ধ ঘোষণা করেছে।

চলতি বছর গত দুই মাসের ভয়াবহ বন্যায় জাকার্তায় প্রায় ৭০ জনের প্রাণহানি ঘটেছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.