প্রধান নির্বাচন কমিশনার ৫ মে খুলনা আসছেন

খুলনা ব্যুরো : প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আগামী ৫ মে খুলনা আসছেন। ৬ মে তিনি কেসিসি নির্বাচন বিষয়ে দু’টি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলী বলেন, ৬ মে বেলা ১১টায় সার্কিট হাউজে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিয়ে এবং বিকেল তিনটায় নগরীর গোয়ালখালীস্থ নেভি স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে প্রার্থী ও তাদের প্রধান নির্বাচনী এজেন্ট এবং অন্যান্যদের নিয়ে দিক নিদের্শনামূলক বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.