বিশেষ (ঢাকা) প্রতিনিধি:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ড. ইউনূস ভুটানকে বাংলাদেশের প্রদত্ত বিদ্যমান সব অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন।
ভুটান ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশের সরকার কর্তৃক ভুটানকে বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি তিনি বাংলাদেশে ভুটানের সম্পৃক্ততা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।
একইসঙ্গে রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
মানবিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, উভয় দেশের তরুণ প্রজন্মের একে অপরের দেশ সফরের মাধ্যমে সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করা উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ সার্কের চেতনা বজায় রাখতে এবং এগিয়ে নিতে চায়।
এ সময় ড.ইউনূস রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান ও তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.