বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান, জেনারেল সাহির শামশাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে পাকিস্তান।
শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ সম্পন্ন হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময় দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের উপর জোর দিয়ে জেনারেল মির্জা একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পাকিস্তানের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন।
দুই দেশই মধ্যপ্রাচ্য ও ইউরোপের উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা খবর ও তথ্যের অপব্যবহার প্রতিরোধের উপায় নিয়ে মতবিনিময় করা হয়।
সাক্ষাৎকালে জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানুষের মধ্যে সম্পর্কের গুরুত্ব উল্লেখ করে বলেছেন, ‘আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে।’
তিনি জানান, করাচি-চট্টগ্রাম নৌরুট ইতিমধ্যেই চালু হয়েছে, আর ঢাকা-করাচি বিমান রুট কয়েক মাসের মধ্যে উদ্বোধন করা হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা খবর এবং গোপন তথ্য ছড়ানোর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, ‘ফেক নিউজ এবং বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এটি রোধ করতে বৈশ্বিক উদ্যোগ গ্রহণ করতে হবে।’
সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

















