প্রধানমন্ত্রী চাইলেই খালেদা জিয়া মুক্তি পাবেন : রিজভী

ঢাকা প্রতিনিধিখালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে, এতে প্রধানমন্ত্রীর কোনো হাত নেই’, তথ্যমন্ত্রীর এমন বক্তব্যর জবাবে আজ মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জেষ্ঠ্য যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সবাই জানে যে প্রধানমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি চাইলেই খালেদা জিয়া মুক্তি পাবেন।

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার অসুস্থতা আরো বেড়েছে। তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাকে না দেয়া হচ্ছে মুক্তি, না সুচিকিৎসা।

এ সময় কারাবন্দী খালেদা জিয়া, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন নবী সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, আসলাম চৌধুরী, ফজলুল হক মিলনসহ হাজারো নেতাকর্মীর মুক্তির দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সাহিদা রফিক, শওকত মাহমুদ, আব্দুস সালাম আজাদ, মুনীর হোসেন, রফিক হাওলাদার, আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.