প্রধানমন্ত্রীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় রাসিকের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বাদ জোহর নগরভবন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম ক্বারী আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় মেয়রের ধর্ম বিষয়ক উপদেষ্টা সৈয়দ আমিন উদ্দিন মাহমুদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.