প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রার অংশীদার হিসেবে যেকোন দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী

ঢাকা প্রতিনিধি: সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রার অংশীদার হিসেবে যেকোন দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতির একটি দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করে প্রধানমন্ত্রী উন্নয়নের যে লক্ষ্য স্থির করেছেন তা সফল করতে সেনা বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়া মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ও প্রকৃত ইতিহাস সংরক্ষণেও সেনাবাহিনী সব সময় সজাগ থাকবে।

অনুষ্ঠানে ৩ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়, ৪ বীর উত্তম, ১৪ বীর বিক্রম ও ২৭ বীর প্রতীককে সম্মাননা দেয়া হয়। এছাড়া বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৯ জনকে অসামান্য সেবা পদক এবং ১৯ জনকে বিশিষ্ট সেবা পদক দেয়া হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.