প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ নিয়ে আদমদীঘিতে দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগ নিয়ে আদমদীঘি উপজেলায় দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৭ জুন) সকাল ১০ টা থেকে উপজেলা সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কর্মশাল উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিখি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
কর্মশালায় প্রধানমন্ত্রীর উদ্যোগের সবার জন্য বিদ্যুৎ, নারী ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয়, ডিজিটাল বাংলাদেশ, কউিনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসুচী এই ১০টি বিষয় নিয়ে কর্মশালায় বিস্তর আলোকপাত করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল।
কর্মশালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, বিভাগীয় কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.