প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি: পটুয়াখালীর মহিপুর থানা এলাকার ধুলাসারারে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে আরিফুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফুলসহ অজ্ঞাত ২-৩ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মহিপুর থানায় মামলা দায়ের করেছেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের বিটিসি নিউজকে জানান, মঙ্গলবার দুপুরে প্রথমে আরিফুল ইসলামের আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করলে আইডির নাম পরিবর্ত করে রাখা হয় ‘চরমোনাই মুজাহিদ’। রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার অভিযোগের ভিত্তিতে আরিফের কাছ থেকে ওই ফেসবুক আইডিসহ একটি মোবাইল উদ্ধার করা হয়। 
বুধবার দুপুরে ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.