প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পাচ্ছে ৫০ লক্ষ পরিবার

বিটিসি নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে সুবিধাভোগীদের সরাসরি নগদ অর্থ প্রেরণ করবেন। আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এর আগে করোনা পরিস্থিতি নিয়ে জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সকালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ঈদের আগে কর্মহীন মানুষের কাছে নগদ অর্থ পৌঁছে দেওয়া হবে।

তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ৫০ লক্ষ পরিবার। প্রতি পরিবারে ৪ জন করে সদস্য ধরে এই নগদ সহায়তায় উপকার ভোগী হবে প্রায় ২ কোটি মানুষ। এ জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ২৫০ কোটি টাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.