প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মোরেলগঞ্জে যুবলীগের বিক্ষোভ


মোরেলগঞ্জ প্রতিনিধি: বিএনপি জামায়াত সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সংসদ সদস্যর বাস ভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশী বাসষ্ট্রান্ডে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-৪,আসনের সংসদ সদস্য কেন্দ্রেীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, শ্রমীক লীগ নেতা আলমঙ্গীর হোসেন বাদশা প্রমুখ।
সমাবেশে এ সময় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। বিএনপি খুন, গুমের রাজনীতি করে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে প্রতিহিংসা পরায়ন হয়ে রাজশাহীর কুলাঙ্গার বিএনপি নেতা সাইদুর রহমান চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। হত্যা করে গোপনীয়ভাবে ক্ষমতা দখল করার বিএনপির সুযোগ নেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.