প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জলঢাকা উপজেলা আ. লীগ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।
সোমবার (২২মে) সকালে উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নীলফামারী-৩ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ একে আজাদ, উপজেলা আঃ লীগের সহ সভাপতি নুরুজ্জামান মাষ্টার, মোখলেছুর রহমান সঞ্জু,উপজেলা আঃলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ হোসেন ভেন্ডার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, উপজেলা আঃলীগের দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বাবলা, পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জসিয়ার রহমান,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা রোজী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সালাউদ্দিন কাদের, পৌর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বাবু,পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আজম বাদশা সাবু,আ: লীগনেতা কামরুল ইসলাম প্রমুখ।
সমাবেশটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের।
প্রতিবাদ সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজকে সারাদেশের ন্যায় জলঢাকা উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। যারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে সেই সকল ষড়যন্ত্রকারীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.