প্রধানমন্ত্রীকে শতভাগ সহযোগিতা করবে জাতীয় পার্টি – লালমনিরহাটে জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধিঃ জাতীয় পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে অনিয়ম ও দুর্নীতি উৎখাত করতে সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কাজ করবে।
বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শতভাগ সহযোগিতা করবে জাতীয় পার্টি।
গদকাল মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাবে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের রাজনীতিতে আর অপসংস্কৃতির রাজনীতি ঢুকতে দেওয়া হবে না।
এখন সময় এসেছে রাজনৈতিক সংস্কৃতি বদলে দেওয়ার। জাতীয় পার্টি সুস্থধারার রাজনীতির চর্চা শুরু করেছে। জাতীয় সংসদে দেশের জনগণের কথাই বলবে জাতীয় পার্টি। জনগণ যা জানতে চায়, তাই বলার চেষ্টা করা হবে।
রাজনৈতিক সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করা হবে মহান জাতীয় সংসদকে। দেশের মানুষ সেই সুস্থ্যধারার রাজনীতিতে ফিরবে, উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে অবদান রাখবে বলে জাতীয় পার্টি মনে করে।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এসকে খাজা মঈনুদ্দিনের সভাপতিত্বে জাতীয় পার্টির নেতাকর্মীদের পাশাপাশি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.