প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন-বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে

বিটিসি নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে  সফলভাবে উৎক্ষেপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইটিসি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানানো হয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে তাদের এ অভিনন্দন জানায় মন্ত্রিসভা।

এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে জানান মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অভিনন্দন জানানো হয়েছে।

সচিব বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ এবং এর মাধ্যমে কক্ষপথে স্যাটেলাইটভুক্ত দেশগুলোর মধ্যে ৫৭তম সদস্য হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উত্থাপিত প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। (খবর-বাসস’র) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.