প্রথম সৌদি আরব নারী রাষ্ট্রদূত নিয়োগ দিলো

বিটিসি আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রে সৌদি দূত হিসেবে প্রথম নারী নিয়োগ দেওয়া হয়েছে রাজকুমারী রিমা বিনতে বানদার আল সৌদকে। এই প্রথম অন্য কোনো দেশে সৌদি দূত হিসেবে কোনো নারীর নাম ঘোষণা করা হলো।

ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন প্রিন্সেস রিমা। অপরদিকে প্রিন্স খালিদ বিন সালমানকে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বাবা বানদার বিন সুলতান আল সৌদের পদাঙ্ক অনুসরণ করলেন রিমা। এর আগে ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন বানদার বিন সুলতান আল সৌদ।

বাবার কাজের সূত্র ধরেই শৈশবের বেশিরভাগ সময়টা ওয়াশিংটন ডিসিতে কাটিয়েছেন এই রাজকুমারী। সেখানে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। পরবর্তীতে ২০০৫ সালে রিয়াদে ফিরে আসেন তিনি। সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.