প্রথম রাউন্ডেই বিদায় সেরেনার

বিটিসি স্পোর্টস ডেস্ক: সেরেনা উইলিয়ামসের প্রত্যাবর্তন মানেই যেন রাজসিক। এমনটা দেখেই তো অভ্যস্ত টেনিস। কিন্তু এবার হলো না। ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়েও স্বপ্ন দেখছেন নতুন করে। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর পর কোর্টে ফেরার উদ্দেশই ছিল ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জেতা। কিন্তু গত আসরের মতো এবারও উইম্বলডনের প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বাজল সেরেনার। তিন ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে ৭-৫, ১-৬, ৭-৬ (১০-৭) গেমে হেরে বসেন ফ্রান্সের হারমনি টেনের কাছে।
প্রথম সেটে লড়াই করে হারলেও সেরেনা দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান। কিন্তু ম্যাচ প্র্যাকটিসের অভাব তাকে ভোগাল শেষ সেটে। টাইব্রেকে নিজের সর্বস্ব দিয়েও জয়ের দেখা পাননি, ‘যদি প্রতি সপ্তাহ, প্রতি দিন খেলি, তা হলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মতো মানসিকতা তৈরি হয়ে যায়। এখানে সেটার অভাব ছিল। কিছু গুরুত্বপূর্ণ জায়গা কাজে লাগাতে পারলে ম্যাচটা হয়তো জিতেই যেতাম। আজ (পরশু) যতটা পারতাম ঠিক ততটুকুই দিয়েছি।’
বয়স ৪১ ছুঁইছুঁই, তার ওপর ইনজুরি নিয়মিত সঙ্গী। তাই উইম্বলডনে আবারও সেরেনার দেখা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবু প্রশ্ন তো থাকেই, ‘আমি নিজেই উত্তর জানি না। কে বলতে পারে পরের বছরও আমি খেলব না। এখানে আসার আগেই বলেছিলাম, টেনিসে ফিরে কী রকম লাগছে সেটা আগে দেখতে চাই। অনুভূতিটা উপভোগ করতে চাই। তার পরে বাকি সিদ্ধান্ত।’
সেরেনা না পারলেও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নারী এককের শীর্ষ বাছাই ইগা শিওনতেক, সিমোনা হালেপ। পুরুষ এককে প্রথম রাউন্ড পাড়ি দিয়েছেন রাফায়েল নাদাল। আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দোলোকে ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে হারান তিনি। এদিকে ছয় নাম্বার বাছাই ফেলিক্স অজার ইয়াসিমকে ৭-৬ (৭-৫), ৪-৬, ৬-৭ (৯-১১), ৬-৭ (৫-৭) গেমে হারিয়ে অঘটনের জন্ম দেন ম্যাক্সিম ক্রেসি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.