প্রথম ট্যুরিস্ট ট্রেন ভারতগৌরবের যাত্রা শুরু হলো

কলকাতা (ভারত) প্রতিনিধি: দেশের লোকসভার ভোটের ঠিক দু-বছর আগে ভারতে চালু হলো প্রথম ট্যুরিস্ট ট্রেন “ভারতগৌরব”
মঙ্গলবার দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এটি সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রেলমন্ত্রকের আওতাধীন সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজিম কর্পোরেশনকে।
আই আর সি টি সি-র তরফ থেকে জানান হয়েছে প্রথম ভারতগৌরব ট্রেন চলবে রামায়ণ সার্কিটে। প্রতিবেশী দেশ নেপাল ছুঁয়ে ১৮ দিনের মাথায় সফর সেরে এটি ফিরবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে সম্পূর্ণ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই সফর চলবে। ১০টি থার্ড এসি কোচ জোরা হয়েছে। প্রথম গন্তব্য স্থল অযোধ্যা হয়ে নেপালের জনকপুর হয়ে যাত্রা শেষ করবে।
প্রথম দফায় ৬০০ পর্যটক নিয়ে সফর শুরু করল এই ট্যুরিস্ট ট্রেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.