প্রথমার্ধেই হ্যাটট্রিক কোপায় আর্জেন্টিনার জালে বল জড়ানো ব্রাজিলের সেই ফরোয়ার্ডের

বিটিসি স্পোর্টস ডেস্ক: ২০১৬ অলিম্পিকের ফাইনাল যেন ২০২১ এর উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ পাঁচ বছর আগে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে ফাইনালে নেমেছিল ব্রাজিল।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) জাপানের ইয়োকোহামার ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে সেই জার্মানির প্রতিপক্ষ সেলেকাওরা।
ফাইনালের সুখস্মৃতি নিয়েই মাঠে নেমেছে ব্রাজিল। সেবার টাইব্রেকারে নেইমারের শেষ শটে বল জালে পাঠিয়ে প্রথমবারের মত অলিম্পিকের স্বর্ণ পদক জিতেছিল ব্রাজিল।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় টকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের পর্দা উঠেছে গতবারের দুই ফাইনালিস্ট দিয়ে।
আর নিসান স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেছে ব্রাজিল। ম্যাচের মাত্র ৩০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসন।
মাত্র ৭ মিনিটের সময়ই প্রথম গোলটি করেন রিচার্লিসন। অ্যান্টনির থ্রু বল ধরে ডি-বক্সের ডান পাশ থেকে ডান পায়ের শটে জালের ডান দিকে দিয়ে বল জালে জড়ান জাতীয় দলের এ ফরোয়ার্ড।
এর ১৫ মিনিট পরই নিজের জোড়া গোল পূর্ণ করেন রিচার্লিসন। এবার গুইলেরমের ক্রসে জালের খুব কাছ থেকে দুর্দান্ত হেডে গোল করেন এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার জালে বল জড়ানো একমাত্র ব্রাজিলিয়ান।
২৪ বছর বয়সি এ ফরোয়ার্ড ম্যাচের ৩০ মিনিটের সময় নিজের হ্যাটট্রিক পূরণ করেন। ম্যাথিউজ কুনহার পাস ধরে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে ম্যাচে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে।
ব্রাজিলের শুরুর একাদশ: সান্তোস, দানি আলভেস, নিনো, ডিয়েগো কার্লোস, গুইলেরমে আরানা, ডগলাস লুইজ, ব্রুনো গুইমারেস, ক্লাউদিনহো, অ্যান্টনলি, ম্যাথিউজ কুনহা ও রিচার্লিসন।
জার্মানির শুরুর একাদশ: মুলার, হেনরিকস, পিপার, উদোখাই, রাউউম, মায়ের, আর্নল্ড, আমিরি, স্টাচ, রিখটার ও ক্রুস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.