প্রথমবারের মতো তালেবানের সঙ্গে আলোচনায় ভারতীয় কর্মকর্তারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো কাবুল সফরে গিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (০২ জুন) সফরে দুই দেশের কর্মকর্তারা আফগানিস্তানে মানবিক সহায়তা দেওয়া নিয়ে আলোচনা করেছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের সঙ্গে ভারতের কোনো কূটনীতিক সম্পর্ক না থাকলেও নয়া দিল্লির কূটনীতিকরা এর আগে কাতারের দোহায় তালেবানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেন, মূলত সাহায্য বিতরণের তদারকি করার জন্য ভারতীয় কর্মকর্তারা আজ বৃহস্পতিবার (০২ জুন) আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেছেন।
তবে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতিসংঘকে অনুসরণ করবে বলে জানিয়েছে ভারত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.