প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারনায় খুলনার ৬টি আসনের প্রার্থীরা

খুলনা ব্যুরো: প্রতীক বরাদ্দের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে ৩৫ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে গণমিছিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করছেন খুলনা-২ আসনে মহাজোট প্রার্থী সেখ সালাহ উদ্দিন জুয়েল। মিছিলটি রূপসা ট্রাফিক মোড় থেকে শুরু করে নগরীর সাতরাস্তা মোড় হয়ে ময়লাপোতা, শিববাড়ি ঘুরে যশোর রোড দিয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

নৌকার ফেস্টুনসহ বণার্ঢ্য মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মহাজোটের অন্য শরীক দল অংশগ্রহণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপিসহ নেতৃবৃন্দ।

খুলনা-১ আসনে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সোমবার মহানগরীর প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগও করেন। এসময় মহানগরী বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তুজাসহ দলীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল আউয়াল আজ সোমবার নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রজব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি ও মিডিয়াসেল সমন্বয়কারী শেখ মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
এদিকে খুলনার ৬টি আসনে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- খুলনা-১ আসনে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস (নৌকা), বিএনপির আমীর এজাজ খান (ধানের শীষ), জাতীয় পার্টির সুনীল শুভ রায় (লাঙ্গল), ইসলামী আনন্দোলন বাংলাদেশ’র মো: আবু সাঈদ (হাতপাখা) এবং কমিউনিস্ট পার্টির অশোক কুমার সরকার (কাস্তে)।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের সেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), ইসলামী আনন্দোলন বাংলাদেশের মো: আব্দুল আউয়াল (হাতপাখা), গণফ্রন্ট’র মনিরা বেগম (মাছ), জাকের পার্টির কে এম ইদ্রিস আলী বিল্টু (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টি’র এইচ এম শাহাদাৎ (কাস্তে) এবং বি এনএফ’র এস এম সোহাগ (টেলিভিশন)।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান (নৌকা), বিএনপির রকিবুল ইসলাম বকুল (ধানের শীষ), ইসলামী আনন্দোলন বাংলাদেশ’র মো: মুজ্জাম্মিল হক (হাতপাখা), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের জনার্দন দত্ত (মই)।

খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী (নৌকা), বিএনপির আজিজুল বারী হেলাল (ধানের শীষ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেএম আলী দাদ (কোদাল), বিএনএফের শেখ হাবিবুর রহমান (টেলিভিশন), ইসলামী আন্দোলনের ইউনুস আহম্মেদ সেখ (হাতপাখা) ও জাকের পার্টির আনসার আলী (গোলাপ ফুল)।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র্র চন্দ (নৌকা), ২৩ দলীয় জোটের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (ধানের শীষ), সিপিবির চিত্ত রঞ্জন গোলদার (কাস্তে), ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান (হাতপাখা) ও জাতীয় পার্টির মো: শহীদ আলম (লাঙ্গল)।

খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মো: আকতারুজ্জামান বাবু (নৌকা), ২৩ দলীয় জোটের মো: আবুল কালাম আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলনের গাজী নূর আহমাদ (হাতপাখা), জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির সুবাস চন্দ্র সাহা (কাস্তে) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট’র মির্জা গোলাম আজম (টেলিভিশন)।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.