প্রতিপক্ষের অতর্কিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে প্রাণনাশের ভয়ে সিদ্ধিপাশা থেকে দিঘলিয়ায় আগমন ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি 

বিশেষ (খুলনা) প্রতিনিধি: অভয়নগরের সিদ্ধিপাশা এলাকার ঘেরের মাছ ব্যবসায়ী ও সিদ্ধিপাশা ইউনিয়ন কৃষকদলের সাদারণ সম্পাদক মোঃ হিরন শিকদার সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে প্রাণনাশের ভয়ে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
গতকাল রবিবার (৩ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় যশোর জেলার অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামের ঘেরের মাছ ব্যবসায়ী ও সিদ্ধিপাশা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তফা শিকদারের পুত্র মোঃ হিরন শিকদার (৩৬), প্রতিপক্ষের অতর্কিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে প্রাণনাশের ভয়ে যশোর হতে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নিমিত্তে আগমন করে।
ঘটনা অনুসন্ধানে জানা যায়, অভয়নগর থানাস্থ বিএনপি দলীয় কার্যালয় হতে মিটিং শেষে ফেরার পথে নোলামারা সুইচগেটের দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তার উপর গাছ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে অভয়নগর থানার স্বদলীয় ১০/১৫ জন চিহ্নিত স্বশস্ত্র সন্ত্রাসী ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালায়। উক্ত সময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হয়। অতঃপর সন্ত্রাসী কর্তৃক তার কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করার সময় তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পার্শ্বের পানের বরজে ঢুকে পড়ে এবং তদসংলগ্ন নদী সাঁতার দিয়ে দিঘলিয়া নন্দনপ্রতাপ গ্রামে চলে আসে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অতঃপর কর্তব্যরত চিকিৎসক কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সোয়া ১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, উপরোক্ত বিষয়টি দিঘলিয়া থানার মাধ্যমে অভয়নগর থানায় অবগত করা হয়েছে।
এ সংক্রান্ত অভয়নগর থানা অফিসার এস এম আকিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আমি ঘটনা জানতে পেরেছি। ভিকটিমের কেউ থানায় আসেনি। ভিকটিম কর্তৃক অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.