প্রতিদিন ৮২৪ রুশ সেনা নিহত হচ্ছে : ইউক্রেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধ শুরু পর থেকে এই মাসে সেখানে সবচেয়ে বেশি সংখ্যায় রাশিয়ান সৈন্য মারা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে প্রতিদিন ৮২৪ জন করে রুশ সেনা মারা যাচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই পরিসংখ্যান তুলে ধরেছে। তারা বলেছে, পরিসংখ্যানটি যাচাই কারার সুযোগ নেই তবে মৃত্যুর সংখ্যাটি ‘সম্ভবত সঠিক’।
ইউক্রেনের একজন কর্মকর্তারা বলেছেন, ‘রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করেছে বলে সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’
ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের (এনএসডিসি) সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভও বলেন, ‘এই অভিযান নিয়ে রাশিয়া ‘বড় সমস্যা’ অনুভব করছে।’
তিনি বলেন, ‘আমাদের সৈন্যরা (আক্রমণাত্মক) খুব জোরালোভাবে তাদের প্রতিহত করছে। তারা যে আক্রমণের পরিকল্পনা করেছিল তা ইতিমধ্যেই ধীরে ধীরে ঘটছে কিন্তু তারা যেভাবে আক্রমণের চিন্তা করেছিল সেভাবে হচ্ছে না।’
গত সপ্তাহে ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, ‘রাশিয়া ২৪ ফেব্রুয়ারির দিকে ইউক্রেনে বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছে।’
এদিকে ইউক্রেনের পূর্বে বাখমুতের চারপাশে কিছু প্রচণ্ড লড়াই হয়েছে। গত রোববার রাশিয়ার ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান বলেন, ‘গোষ্ঠীটি বিধ্বস্ত শহরের কাছে একটি বসতি দখল করেছে।’
ইউক্রেনের তথ্য অনুসারে, প্রতিদিন ৮২৪ রাশিয়ান সৈন্য মারা যাচ্ছে। এটি গত জুন এবং জুলাই মাসের প্রতিবেদনে উল্লেখ করা সংখ্যার চেয়ে চার গুণেরও বেশি। তখন প্রতিদিন প্রায় ১৭২ রুশ সৈন্য মারা গিয়েছিল।
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, ‘পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এক লাখ ৩৭ হাজার ৭৮০ রুশ সেনা নিহত হয়েছে।’
যুক্তরাজ্যের এমওডি উল্লেখ করেছে, সাম্প্রতিক এই সংখ্যা বৃদ্ধির পেছনে কারণ হতে পারে, প্রশিক্ষণের অভাব, সমন্বয় এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবসহ আরও বিভিন্ন কারণ। যদিও ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কোনো বিশ্ব গণমাধ্যম। ইউক্রেনের দাবি অনুযায়ী এখন পর্যন্ত ১ লাখ ৩৭ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.